List of Bengali Wedding Captions for Instagram
Best wedding captions in Bengali, for your Instagram profile can give your profile the needed amount of hype to become noticed by others.
Since this is wedding season nearby, most of the soon-to-be-married people are looking for nice and catchy lines for their Instagram accounts. Here we are, presenting some of the best wedding captions for your Instagram account in Bengali.
You Might Like the Following
Bengali Wedding Captions for Bride
If you are a soon-to-be bride, then flowing Bengali wedding captions for Instagram are just the right option for you.
বিয়ের আনন্দে আমার মুখ হয়ে উঠেছে স্বর্নাভ। স্বর্ণালঙ্কার ছাড়াও আমি আজ অপ্সরা।
My face became golden with the joy of marriage. Apart from gold ornaments, I am Apsara today.
বিয়ের নিয়ম নীতি এক অটুট পরম্পরা, যা চিরকাল আমার সঙ্গে থাকবে।
The rules of marriage are an unbreakable tradition that will stay with me forever.
লাল পেড়ে সাদা শাড়িতে সব নারীই অপরূপা। এক মধুর বন্ধনে আবদ্ধ হতে আজ চলেছি আমি।
All the women are beautiful in red and white sarees. I am leaving today to be bound in a sweet bond.
লাল বেনারসি, কপালে লাল সাদা টিপের রেখা, পায়ে আলতা, হাতে নকশা। এ যেনো এক অন্য আমি।
Red Banarasi, red and white tip line on the forehead, Alta on the feet and design on hands. It's like another me.
বিবাহ পরম্পরা এবং আধুনিকতার সমন্বয় যেখানে প্রতিটি নারীই একটু একটু করে এক নতুন সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়।
Marriage is a combination of tradition and modernity where each woman is bound to a new relationship little by little.
ক্যালেন্ডার এ তারিখ টা দাগ দিয়ে রাখো। আমি খুব তাড়াতাড়ি মিস থেকে মিসিস হতে চলেছি।
Mark the date on the calendar. I'm going to become Mrs. from Miss very soon.
পাকা দেখা শেষ। আমিও বিয়ের লাড্ডু খেয়েই ফেললাম শেষমেষ। খুব তাড়াতাড়ি আমি দুষ্টু মিষ্টি বউ সাজবো।
Final words are given. I also ate the marriage laddu at last. Very soon I will dress up as a naughty sweet wife.
আমি এখন সিঙ্গেল কিন্তু খুব তাড়াতাড়ি মিঙ্গেল হতে চলেছি। খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি বিশ্বের সেরা পুরুষ কে। আমাকে শুভকামনা জানাবেন সকলে।
I am single but about to mingle. Going to get married to the best man in the world. Wish me luck.
সে আমার হৃদয় চুরি করেছে, তাই আমি তার পদবি চুরি করতে যাচ্ছি।
He stole my heart, so I’m going to steal his last name.
আমাকে ভালোবাসেন? তাহলে আমার ফোন নম্বর না চেয়ে আমার বাবার নম্বরে কথা বলুন। আমি পাকাপাকি একজন বড় খুঁজছি, প্রেমিক নয়।
Do you love me? Then call my father's number instead of asking for my phone number. I am looking for a permanent husband, not a boyfriend.
Bengali Wedding Captions for Groom
You can suggest the following Bengali wedding captions for Instagram to your friend who is going to become a groom soon.
যে কেউ আপনার চোখে ধরতে পারে, কিন্তু আপনার হৃদয় জয় করতে বিশেষ কাউকে লাগে। বিশ্বাস করুন, আমার মধ্যে যোগ্য স্বামী হবার সকল গুণ আছে এবং আমি নিশ্চিতভাবে আপনার হৃদয় জয় করতে চলেছি।
Anyone can catch your eye, but it takes someone special to catch your heart. Trust me, I am a complete husband material and I am going to catch your heart for sure.
পক্ষিরাজে চড়ে আসছি আমি, আমার রাজকন্যা কে নিয়ে যেতে।
I am riding on a unicorn and I am coming to take my princess away.
ছোটবেলা থেকেই আমার বড় সাজবার খুব সখ। পাঞ্জাবি পড়ে, টোপর মাথায় দিয়ে, বউ আনবো।
Since my childhood, I have been very fond of dressing up like a groom. Wearing Punjabi, put a topor on the head and bring a wife.
আমি এখন সিঙ্গেল কিন্তু খুব তাড়াতাড়ি মিঙ্গেল হতে চলেছি। খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি বিশ্বের সেরা নারী কে। আমাকে শুভকামনা জানাবেন সকলে।
I am single but about to mingle. Going to get married to the best woman in the world. Wish me luck.
পাকা দেখা শেষ। আমিও বিয়ের লাড্ডু খেয়েই ফেললাম শেষমেষ। খুব তাড়াতাড়ি আমি বড় সাজতে চলেছি।
Final words are given. I also ate the marriage laddu at last. Very soon I will dress up as a groom.
ক্যালেন্ডার এ তারিখ টা দাগ দিয়ে রাখো। আমি খুব তাড়াতাড়ি আমার মিসেস কে নিয়ে আসতে চলেছি।
Mark the date on the calendar. Soon I will go to bring my Mrs. with me.
Bengali Wedding Captions for Couples
Looking for a good Bengali wedding caption for Instagram for couples. Here are a few examples for you -
সবচেয়ে সুখকর অনুভূতি হলো যখন আপনি আপনার প্রিয় বন্ধুটির সথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন।
Happiness is being married to your best friend.
আমরা দুজনে অনেকতা পরিশ্রম করেছি আজ এই পদোন্নতির জন্যে। অবশেষে আমরা মিস্টার আর মিসেস হয়ে গেলাম।
We have worked hard and deserve this promotion. Finally, become Mr. and Mrs.
তুমিই আমার শুরু এর তোমাতেই সব শেষ। তুমি সাথে থাকলে আমি হেরে গিয়েও জিতে যাবো।
You’re my end and my beginning. Even when I lose, I’m winning.
আমার মা বলছিলেন সেরা মানুষ টি কে পছন্দ করতে আর আমি সেটাই করেছি।
My mother told me to pick the very best one, and I did.
মাঝে মাঝে, সাধারণ জীবনের মাঝেও, ভালোবাসা আমাদের একটা রূপকথার গল্প উপহার দেয়। আমাদের এই বৈবাহিক জীবন আমার কাছে সেই রূপকথার গল্পের মতো।
Once in a while, right in the middle of an ordinary life, love gives us a fairytale. Our marriage is that fairytale to me.
Unisex Bengali Wedding Captions for Instagram
These Bengali wedding captions for Instagram can be used by both the bride and groom. Let's check them out -
বিয়ে এক সাথে থাকার একটি সুন্দর জায়গা।
Marriage is a beautiful place to be together.
আমি তোমাদর সবটুকু চাই, চিরকাল। তুমি আর আমি, প্রতিদিন।
I want all of you, forever. You and me, every day.
আর ফিরে যাবার পথ নেই, আমরা এখন বিবাহিত।
Too late to turn back now. We’re married.
বিবাহ হলো যেখানে এক নতুন জীবনের সূচনা হয় এবং এই জীবনে ভালোবাসা কখনো ফুরায় না।
Marriage is where a new life begins and love never ends!
ভালবাসা, হাসি আর খুশিতে ভরা এক সময়।
This time is to love, laughter, and happily ever after.
So, now you have some of the best Bengali wedding quotes for Instagram for this wedding season. Use them wisely to share the good news with everyone.